মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটকে বিভিন্নভাবে ফরমেটিং করুন

মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি এবং কার্যকরী ডিজাইন করতে টেক্সটকে বিভিন্ন ফরমেটে রূপান্তর করা করার প্রয়োজন হয়ে থাকে। টেক্সটকে কার্যকরী ফরমেটে রূপান্তর করতে পারলে পাঠকের কাছে সেটি আরও আকর্ষণীয় হবে।

এ অধ্যায়ে আমরা জানবো কিভাবে লেখার সাইজ ছোট/বড়, স্টাইল, কালার পরিবর্তন করা যায়। এছাড়াও টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কেস পরিবর্তন করা যায়।

টেক্সট বা লেখার সাইজ পরিবর্তন করা:

  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font Size এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • এবারে মাউস স্ক্রোল করে প্রয়োজনীয় সাইজের ওপর ক্লিক করুন।

লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের সাইজ পরিবর্তন হয়েছে।

প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।অথবা,

  • কীবোর্ডের Ctrl+Shift+P চাপুন।
  • প্রয়োজনীয় ফন্ট সাইজ নির্ধারণ করে Enter কিংবা Ok চাপুন।

 

অথবা,

  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • কীবোর্ডের Ctrl কী চেপে ধরে ] কী চাপুন। এক্ষেত্রে প্রতিবারে ফন্টের সাইজ ১ করে বৃদ্ধি হবে।

টেক্সট বা লেখার স্টাইল পরিবর্তন করা:

  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • আপনার প্রয়োজনীয় ফন্ট স্টাইল এর ওপর ক্লিক করুন।

লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের স্টাইল পরিবর্তন হয়েছে।

টেক্সট বা লেখার কালার পরিবর্তন করা:

  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font Color এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • এবারে আপনার প্রয়োজনীয় কালারের ওপর ক্লিক করুন।
  • প্রয়োজনে More Color বাটন ক্লিক করে কালার ডায়ালগ বক্স হতেও কালার নির্বাচন করতে পারেন।

লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের কালার পরিবর্তন হয়েছে।

 

অনুশীলন:

  • নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন।
  • ডকুমেন্টে কিছু টেক্সট বা লেখা সংযোজন করুন।
  • কিছু লেখার সাইজ পরিবর্তন করুন।
  • কিছু লেখার স্টাইল পরিবর্তন করুন।
  • কিছু লেখার কালার পরিবর্তন করুন।
  • ডকুমেন্টটি সংরক্ষণ না করে ডকুমেন্টে বন্ধ করুন।
  • মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করুন।

Author : tcti@edu

Training Institute

Related Posts

তরুণদের প্রশিক্ষণ-কর্মসংস্থানে তথ্যপ্রযুক্তি বিভাগের নতুন চার উদ্যোগ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তরুণদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নতুন চার প্রকল্পRead More

মাইক্রোসফট ওয়ার্ড কি?

মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে, দলিল,  প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াওRead More

Preview of Your Future

আলহামদুলিল্লাহ সব আল্লাহর রহমত। আজ কিছু কথা বলতে চাই খুব সংক্ষেপে, আর কিছু ভুল বললেRead More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *